✔ সারাদিনের আরাম বজায় রাখে
✔ শরীরের ভঙ্গিমা (Posture) ঠিক রাখে
✔ কাঁধ, পিঠ ও কোমরের চাপ কমায়
✔ আত্মবিশ্বাস বাড়ায়
✔ পোশাকের ফিটিং সুন্দর করে
বক্ষের নিচে মেজারমেন্ট টেপ দিয়ে মাপুন। এটাই আপনার ব্যান্ড সাইজ (যেমন: 32, 34, 36)।
বক্ষের সবচেয়ে উঁচু অংশে (নিপল লাইনে) মাপ নিন।
বস্ট মাপ – আন্ডারব্যান্ড মাপ = কাপ সাইজ
পার্থক্য 1 ইঞ্চি → A কাপ
পার্থক্য 2 ইঞ্চি → B কাপ
পার্থক্য 3 ইঞ্চি → C কাপ
পার্থক্য 4 ইঞ্চি → D কাপ
পার্থক্য 5 ইঞ্চি → DD কাপ
যদি আপনার আন্ডারব্যান্ড হয় 34 ইঞ্চি আর বস্ট হয় 38 ইঞ্চি, তবে পার্থক্য = 4 ইঞ্চি → কাপ সাইজ = D কাপ → ফাইনাল সাইজ = 34D
? নতুন ব্রা কেনার আগে অবশ্যই মাপ নিন
? ওজন বাড়া-কমার পর সাইজ বদলাতে পারে, তাই নিয়মিত চেক করুন
? কিশোরীরা (Teenagers) প্রথম থেকেই সঠিক সাইজ ব্যবহার করলে ভঙ্গিমা সুন্দর থাকে
সঠিক ব্রা মানে শুধু আরাম নয়, বরং আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং স্বাস্থ্য। তাই আজই নিজের আসল মাপ জেনে নিন এবং ভুল সাইজের অস্বস্তি থেকে মুক্ত থাকুন।