❌ ব্রার স্ট্র্যাপ বারবার সরে যাচ্ছে
❌ আন্ডারব্যান্ড বুকের নিচে কেটে যাচ্ছে
❌ কাপ ভরে উঠছে না বা অতিরিক্ত চাপ দিচ্ছে
❌ পোশাকের ফিট ঠিকমতো হচ্ছে না
? যদি এসবের একটিও আপনার সঙ্গে মিলে যায়, তবে বুঝে নিন—এখনই সঠিক মাপ নেওয়ার সময়!
1️⃣ আন্ডারব্যান্ড মাপুন – বুকের নিচে টেপ দিয়ে ঘুরিয়ে মাপ নিন।
2️⃣ বস্ট মাপুন – বক্ষের সবচেয়ে উঁচু অংশে মাপ নিন।
3️⃣ কাপ সাইজ বের করুন – বস্ট – ব্যান্ড পার্থক্য দেখুন:
1 ইঞ্চি = A কাপ
2 ইঞ্চি = B কাপ
3 ইঞ্চি = C কাপ
4 ইঞ্চি = D কাপ
✔ উদাহরণ: যদি ব্যান্ড হয় 34" আর বস্ট হয় 38", তবে সাইজ হবে 34D।
✨ সারাদিনের আরাম
✨ সুন্দর ভঙ্গিমা (Posture)
✨ পোশাকে পারফেক্ট ফিট
✨ আত্মবিশ্বাসের বাড়তি জোয়ার
ফ্যাশন শুধু বাইরে নয়, ভেতর থেকেও শুরু হয়। সঠিক ব্রা আপনাকে শুধু আরাম দেয় না, বরং প্রতিটি মুহূর্তে করে তোলে আরও আত্মবিশ্বাসী ও সুন্দর।